বিনোদন ডেস্কঃ
🎇 এ এম মাল্টিমিডিয়ার ব্যানারে অাগামী ২২ অক্টোবর অাসছে সঙ্গীত শিল্পী গীতিকার সুরকার এস,এ,বিপুলের ” বাউল হবো ” শিরোনামে অারও একটি মৌলিক গান।
অামি তোর বাউল হবো, হবিনিরে তুই অামার প্রানের মন্দিরা, দোতরারও তারে তারে বইবে সুরের ধারা,অামি হবো পাগলপারা, বাঁশির সুরে সারা নিশী দেবো তোর হৃদয়টাকে নাড়া।এমনই কথারমালাগুলো সাজিয়েছেন, সুর দিয়েছেন গেয়েছেন শিল্পী নিজেই। এ প্রজন্মের একজন প্রতিভাবান সঙ্গীত পরিচালক রিয়েল অাশিকের কম্পোজিশনে গানটিতে মডেল হয়েছে অারিয়ান মিশু ও দিনা মনি। ঢাকার অদুরে সুন্দর গ্রামীন লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটি নির্মান করেছে অার,এইচ সানি ডিওপি হয়ে কাজ করেছে
অারাফাত হোসেন।
এ,এম মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি অাগামী ২২অক্টোবর প্রকাশ প্রসঙ্গে শিল্পী বলেন চড়ায় উৎরায় মাড়িয়ে গানটি প্রকাশ হচ্ছে এর চেয়ে শিল্পী তথা সৃষ্টিশীল মানুষের ভালো লাগা অার কিছুই হতে পারেনা। গানটির জন্য সবার কাছ সাড়া মিলুক সে কামনা করেছেন, বাংলা গানকে বাঁচিয়ে রাখতে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে সহযোগিতা কামনা করেন।