নিউজ ডেস্ক
নাটোর -১ আসনের গণ মানুষের নেতা লালপুর বাগাতিপাড়ার উন্নয়নের রূপকার,শহিদুল ইসলাম বকুল এমপি মহোদয়।
২৭/০৭/২০২০ তারিখ, রোজ সোমবারে সময় প্রবাহ নিউজের সম্পাদকঃ আল-আমিন, প্রকাশকঃ জাবের মাহমুদ আলভী ও স্টাফ রিপোর্টার শিমুল, আহমেদ সজিব আহমেদ, মিলন বাদশা, মাসুদ, আরো প্রতিনিধির সাথে মত বিনিময় করেন।এবং তিনি বলেন সব সময় সত্যের পথে লড়াই করে যাবেন সত্যের জয় হবে একদিন , ও তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দেন।
এবং আরো বিষেশ ভাবে উপস্থিত ছিলেন লালপুরে গণ মানুষের নেতা তাঁত লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম (বাঘা), তিনিও আমাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তিনি আরো বলেন এই দূর্যোগের সময় আপনারে বিনা পারিশ্রমিক এ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এতে আমার মুগ্ধ সারা বাংলাদেশ যত সাংবাদিক আছে তাদের প্রতি আমার হৃদয়ের অন্তস্তল থেকে ভালোবাসা ও দোয়া রইল।