শাহ জামাল, পেকুয়া কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল এলাকার আমিরুজ্জামার পুত্র ও মগনামা হাজীরবাড়ী হেফজখানার ছাত্র মোহাম্মদ সোয়াইব (১৪) গত এক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৮ডিসেম্বর বিকেল ২ ঘটিকার সময় সোয়াইব তার নিজবাড়ী হইতে মগনামা বন্দর এলাকার এক ড্রাইভারের কাছ থেকে বড় ভাই হোবাইবের কাজের টাকা খুজতে গিয়ে সোবাইবের আর বাড়ী ফেরা হয়নি। সেই থেকে মাদ্রাসা ছাত্র সোয়াইব নিখোঁজ। নিখোঁজ ওই ছাত্রের গায়ের রং ফর্সা ও উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি তাহার পরণে ছিল সবুজ হাত লম্বা গেঞ্জি। নিখোঁজ শিক্ষার্থীর ভাই মো.হোবাইব জানান, ১মাস পূর্বে ছোট ভাই সোয়াইবকে আমার কাজের টাকা খুজতে পাঠালে সে আর বাড়ি ফিরে আসেনি। সোয়াইবকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করি কিন্তু এখনো সন্ধান পাওয়া যায়নি। এখন আমার পরিবার খুবই চিন্তার মধ্যে দিনযাপন করছি। মা পারভীন আক্তার বলেন, আমার গর্ভের ধন সোয়াইব কেমন আছে কোন অবস্থায় আছে কিছু জানি না। ছেলেকে হারিয়ে আমি এখন হতভম্ব অবস্থায় আছি। আমার ছেলে কি বেঁচে আছে তাও জানি না। আত্মীয়-স্বজন ও আমার ছেলের বন্ধুদের নিকট থেকে তার কোনো খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর এখনো তার সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার(৭ জানুয়ারি) পেকুয়া থানায় একটা জিডি করা হয়েছে। যার নং২৪২: সোয়াইবের পিতা আমি আমিরুজ্জাম জানান, আমার ছেলেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। কিন্তু কোন হদিস পাওয়া যায়নি। আমার দেশবাসীর কাছে আকুল আবেদন কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কারও চোখে পড়ে থাকে আমার পরিবারের ০১৮১১-৭৮৯০৮২ এই নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।