======================নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১লা জানুয়ারী) বিকালে লালপুর চত্বরে, লালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাইনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার সুমনের সঞ্চালনায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা আবু রায়হান। বক্তব্যে আবু রায়হান বলেন ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্রদল আগামী আন্দোলন-সংগ্রামে সশস্ত্রভাবে ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ সাবেক ছাত্রনেতা সজিব হোসেন, ছাত্রনেতা জহুরুল ইসলাম সুমন, সরোয়ার হোসেন তুহিন, তুহিন আলম, ইব্রাহিম হোসেন, শিরফান সানা পিন্টু, জহুরুল ইসলাম জয়, সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।