আমিরুল ইসলাম মুমিন, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার, চুনারুঘাট উপজেলার আওতাধীন ৫নং শানখলা ইউ/পি ২নং ওয়ার্ডের জোয়ার লালচাঁন্দ গ্রামের হতদরিদ্র মোঃ নুর ইসলাম ভাইকে ‘স্বপ্নকুঁড়ি বন্ধু ফাউন্ডেশন’ কর্তৃক নদগ দুই হাজার (২০০০) টাকা প্রদান করা হয়। আর্থিক সহযোগিতা প্রদানের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির ছবিটির বা দিক থেকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: নাজমুল ইসলাম শরিফ, অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত): আল- আমিন মিয়া, সাধারণ সম্পাদক: হাবিবুর রহমান সুজন।
উল্লেখ্য, জনাব নুর ইসলাম প্রাণ আর.এফ.এল লিমিটেড এর একজন ওয়ার্কার ছিলেন, এক দুর্ঘটনায় উনার হাঁটুর ২টি হাঁড় ভেঙ্গে যায়। অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। পরিবারে ইতোমধ্যে দেখা দেয় অভাব অনটন। তাঁর এই করুণ অবস্থা দেখে তখন এলাকার সুনামধন্য ‘স্বপ্নকুঁড়ি বন্ধু ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান উনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উক্ত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষকে সাহায্যের মনোভাব পোষণ করে সেভাবেই কাজ করে যাচ্ছে। তাদের এ ধরণের কাজকে এলাকার সকলেই সাধুবাদ জানাচ্ছে।
প্রতিষ্ঠানটির সভাপতি- মোঃ ইয়াকুব আলি শোয়েব এর ভাষ্যমতে, তিনি বলেন আমরা সর্বদাই চেষ্টা করব গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের পাশাপাশি যেন এলাকায় বসবাসকারী বিত্তবান, প্রভাবশালী ব্যক্তিবর্গ ও অন্যান্য প্রতিষ্ঠানও যেন তাঁর প্রতি বা এদের মতো অসহায় ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতে করে আমাদের সমাজ দরিদ্রতা থেকে রেহাই পাবে। এবং তিনি এই বলে প্রত্যয় করেন তাঁর প্রতিষ্ঠানটি সবসময় এধরনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে। যদি কেউ তাদের এ ধরণের ঘটনা সম্পর্কে অবগত করেন, তাঁর প্রতিষ্ঠান চেষ্টা করবে সাহয্যের হাত বাড়িয়ে দিতে।
সর্বশেষ তিনি প্রতিষ্ঠানটির জন্য মঙ্গল কামনা ব্যত্যয় করেন।